দ্য ওয়াল ব্যুরো: এসএসসি মামলায় (SSC Case Verdict) সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি হারিয়ে বর্তমানে বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে বিক্ষোভ করছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। রাজ্য সরকারের প্রতি তাঁদের ক্ষোভ বাড়ছে। আর সম্প্রতি তাঁদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনা তো পরিস্থিতি আরও সরগরম করে তুলেছে। এই ইস্যুতে মুখ খুলে কার্যত বিরোধীদেরই বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, কেউ কেউ উস্কানি দিচ্ছেন চাকরিহারাদের।