দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বিকাশ ভবন (Bikash Bhavan) ঘেরাও অভিযান করেছিল 'যোগ্য' চাকরিহারারা (SSC Job Seekers)। সেই কর্মসূচিকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত উত্তপ্ত ছিল বিকাশ ভবন চত্বর। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ (Police Lathicharge) করায় পরিস্থিতি আরও বেগতিক হয়। এই ঘটনায় বহু প্রতিবাদী গুরুতরভাবে আহত হয়েছেন। এই ইস্যুতে এবার কলকাতা হাইকোর্টেও (Calcutta High Court) মামলা দায়ের হল।