দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা-প্রযোজক আরবাজ খান এবং তাঁর দ্বিতীয় স্ত্রী শুরা খান শীঘ্রই তাঁদের প্রথম সন্তানের অভিভাবক হতে চলেছেন। সোমবার মুম্বইতে এই দম্পতি তাঁদের প্রথম সন্তানের আগমনের উপলক্ষে এক বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করেন। এই পারিবারিক অনুষ্ঠানে খান পরিবারের সদস্যরা ছাড়াও বলিউড ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন।