দ্য ওয়াল ব্যুরো: গুয়াহাটি টেস্টে ব্যাট হাতে লক্ষ্যভ্রষ্ট টিম ইন্ডিয়া। বল হাতেও ছন্নছাড়া টিম। ৫৪৯ রান তাড়া করতে নেমে ভারত যখন চতুর্থ দিনের শুরুতেই ধারাবাহিকভাবে দুই উইকেট হারাল, তখনই সামাজিক মাধ্যমে পুঞ্জীভূত ক্ষোভ ফেটে পড়তে শুরু করেছে। আর এই জনবিস্ফোরণের সু্যোগেই জোরালো পাঞ্চ হাঁকালেন বিরাট কোহলির দাদা বিকাশ কোহলি (Vikas Kohli)। একের পর এক পোস্টে তিনি সরাসরি নিশানা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI), প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং নির্বাচক অজিত আগারকরকে (Ajit Agarkar)। অভিযোগ তুললেন, ভারতীয় ক্রিকেটের পতনের আড়ালে ‘অপ্রয়োজনীয়’ ও ‘জোরজবরদস্তিমূলক’ পরিবর্তনই দায়ী।