দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ টেস্টের আগে বড় ধাক্কা ভারতের শিবিরে। নেটে প্র্যাকটিসের সময় চোট পেলেন পেসার অর্শদীপ সিং। জানা গিয়েছে, তাঁর বল করার হাতে কেটে যায়, যাতে সেলাই পড়েছে। ফলে ম্যানচেস্টার টেস্টে তাঁর খেলা কার্যত অনিশ্চিত। এই পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে হরিয়ানা এবং চেন্নাই সুপার কিংসের পেসার অ্যানশুল কাম্বোজকে দলে ডেকেছে বিসিসিআই সিলেকশন কমিটি। তিনি থাকবেন অর্শদীপের কভার হিসেবে।