দ্য ওয়াল ব্যুরো: রাই ধৈর্যং রহু ধৈর্যং। ধৈর্য ধরো অপেক্ষা করো।
অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই পরাজয়ের সাক্ষী রইলেন শুভমান গিল। রোহিত শর্মা, বিরাট কোহলির জোড়া অবসরের পর সবার নজর ছিল নবাগত দলনেতার দিকে। সেই অগ্নিপরীক্ষায় সাফল্য আসেনি। সবচেয়ে বড় কথা, জয়ের নাগালে এসেও একাধিক ব্যর্থতা ও সিদ্ধান্তহীনতায় ম্যাচ হাতছাড়া হয়েছে। যার সমস্তটা শুভমানের একার দোষ না হলেও, অধিনায়ক হিসেবে তিনি কাঠগড়ায় দাঁড়িয়েছেন। দল নির্বাচন থেকে শুরু করে বোলার পরিবর্তন—গিলের অপরাগতা ও অনভিজ্ঞতার জেরেই কি ভারত প্রথম টেস্ট হারল?—উঠছে প্রশ্ন।