দ্য ওয়াল ব্যুরো: সামনের সপ্তাহ থেকে ভারতের শুরু হবে কঠিন পরীক্ষা। টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নরা নামবে আন্তঃমহাদেশীয় ক্রিকেট প্রতিযোগিতায় এশিয়া কাপে। কয়েক সপ্তাহ আগেই ইংল্যান্ড থেকে ফিরেছে টিম ইন্ডিয়া। এই মাঝের সময়টুকু ভারতীয় দলের প্রধান কোচ গৌতম
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে টিম ইন্ডিয়া স্কোয়াডে সুযোগ মিললেও লাল বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh)। ইংল্যান্ড সফ
দ্য ওয়াল ব্যুরো: কিছু বাঁক বদলে দেওয়া ঘটনার সূত্রপাত হয় অলক্ষ্যে, নিভৃতে। চর্চা সেভাবে দানা না বাঁধলেও যত সময় গড়ায়, ততই ভবিতব্য অমোঘ হয়ে ওঠে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়ার মসনদে বসার রূপরেখাও কি সেই ধারা মেনে এগিয়ে চলেছে? আজ বাদে কাল নয়তো পরশু গম্ভীরের থেকে ব্যাটন মহারাজের হাতে চলে যাওয়াটা কি একান্ত অনিবার্য?
প্রশ্ন শুনে হেসে ফেলা কিংবা নস্যাৎ করা—দুটোই খুব সহজ। কিন্তু ভারতীয় ক্রিকেটের অতীত বলছে, এভাবে প্রায় অন্তরালে থেকে হাত পাকিয়েছেন যাঁরা, তাঁদের অনেকেই বসেছেন কোচের গদিতে।
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটার হিসেবে একজন ছিলেন রক্ষণাত্মক। কড়া ডিফেন্স। প্রায় নিশ্ছিদ্র ফুটওয়ার্ক। ‘দ্য ওয়াল’ তকমাটা এমনি এমনি জোটেনি।
অন্যজন আগ্রাসী। মূলত ওপেনে নেমেছেন। আর ক্রিজে একটু ধাতস্থ হতেই খেলেছেন চালিয়ে। রান করেছেন দ্রুত। মেজাজেও সব সময় ফ্রন্টফুটে। কারও তোয়াজ করে কথা বলা ধাতে নেই।
অথচ কোচের কুর্সিতে বসেই জার্সি পরিবর্তন! প্রথম জন, রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid), কোচিং মনস্তত্ত্ব বদলে দাঁড়ায় আক্রমণাত্মক। জাতীয় দলের মসনদে ছিলেন যতদিন, এর ব্যতিক্রম লক্ষ করা যায়নি।
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ অতিক্রম করে গিয়েছে। তবুও ওভাল টেস্টের পিচ বিতর্ক যেন থামছেই না। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও ওভালের পিচ কিউরেটর (Oval pitch curator) লি ফর্টিসের মধ্যে পঞ্চম টেস্ট শুরুর আগে তুমুল বাকযুদ্ধ হয়েছিল। বিতর্কের সূত্রপাত গম্ভীরকে কাছে গিয়ে পিচ দেখতে না দেওয়া নিয়ে। এরপর গম্ভীর উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন ফর্টিসের সঙ্গে। ফর্টিস জানিয়েছেন, গম্ভীর তাঁর প্রতি কিছু অশ্রাব্য শব্দও ব্যবহার করেছিলেন।