দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে এখন একটাই নাম—‘সাইয়ারা’। শুক্রবার মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে মোহিত সূরির এই নতুন ছবি। প্রত্যাশার সব সীমা ছাড়িয়ে ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘সাইয়ারা’। আর এই অভাবনীয় সাফল্যের মুহূর্তে নিজের পরিচালক-স্বামী মোহিত সূরির জন্য এক আবেগঘন বার্তা শেয়ার করলেন অভিনেত্রী উদিতা গোস্বামী।
ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেন উদিতা। একটি ছবিতে মোহিতকে দেখা যায় তাঁদের সন্তানদের সঙ্গে, অন্য ছবিগুলিতে এই সেলিব্রিটি দম্পতিকে দেখা যায় সেলফি তুলতে। কিন্তু নজর কাড়ে উদিতার মন ছুঁয়ে যাওয়া ক্যাপশনটি।