দ্য ওয়াল ব্যুরো: নতুন মুখ, পুরনো গল্পের ছোঁয়া—তবু বক্স অফিসে বাজিমাত করছে 'সাইয়ারা'। আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই রোম্যান্টিক ড্রামা যেন আবেগের বন্যা বইয়ে দিয়েছে প্রেক্ষাগৃহে। মুক্তির পর সাত দিনের মাথায় ছবির আয় দাঁড়াল ১৭২.৫০ কোটি টাকা, ছাপিয়ে গেল করণ জোহরের বিখ্যাত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিকেও (যার আয় ছিল ১৫৩.৫৫ কোটি)।