দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক বৈঠক (Press Conference) করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূল সরকারের (TMC Govt) দুর্নীতির নতুন পন্থা ব্যাখ্যা করলেন! দাবি করেছেন, পথশ্রী প্রকল্পের (Pathasree Scheme) নামেও লুট চলছে রাজ্যে। শুধু তাই নয়, ১০০ দিনের কাজের ঠিকাদারদের দিয়েও অন্যায় করানো হচ্ছে।