দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে বুধবার কার্যত বোমা ফাটিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, হরিয়ানায় ব্যাপক ভোট চুরি (Vote Theft) হয়েছে। প্রতি ৮টি ভোটারের মধ্যে একজন ভোটার ভুয়ো। অন্তত ২৫ লক্ষ ভুয়ো ভোটারের নাম ঢোকানো হয়েছে তালিকায়। কিন্তু এই অভিযোগ শুনে একদমই বিচলিত নয় বঙ্গ বিজেপি (West Bengal BJP)। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) কথায় - ওঁর কথা নিজের দলেরই কেউ পাত্তা দেয় না।