দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিড়লা গোষ্ঠীর নতুন রঙের কারখানার উদ্বোধন হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই কর্মসূচিতে উপস্থিত থেকে ফিতে কাটবেন বলে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন। কিন্তু ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিড়লা গোষ্ঠীর তরফে জানানো হয়, কর্মসূচিটি বাতিল করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়, শিল্পগোষ্ঠীর এক শীর্ষকর্তা অসুস্থ। পরে অন্য তারিখে অনুষ্ঠান হবে।