দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। তার সঙ্গে রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত। ফলে রবিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। যা চলবে বুধবার পর্যন্ত। আগামী কয়েক দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নতুন করে আরও ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে। ফলে রবিবার ঝকঝকে সকাল থাকলেও কলকাতায় বেলা বাড়লেই বৃষ্টি সম্ভাবনা রয়েছে।