দ্য ওয়াল ব্যুরো: 'মহাগঠবন্ধন যাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে সে আসলে একটা আস্ত বোকা। দুর্ভাগ্য হল, সে আমার ভাই।' বক্তার নাম তেজ প্রতাপ। তিনি লালুপ্রসাদ যাদব ও রাবড়ি দেবীর বড় ছেলে। তাঁদের ছোট ছেলে তেজস্বী সম্পর্কে প্রকাশ্যেই সরব হয়েছেন বড়ছেলে তেজ প্রতাপ। মাসকয়েক আগে লালু প্রসাদ যাঁকে বাড়ি থেকে বের করে দেন।