রফিকুল জামাদার
মঙ্গলবার খসড়া ভোটার তালিকা (SIR Voter list) প্রকাশের দিনই ফের একবার সিইও দফতরের (CEO) সামনে বিক্ষোভ দেখায় বিএলও (SIR BLO) অধিকার রক্ষা মঞ্চ। সেই বিক্ষোভ থেকেই আওয়াজ ওঠে 'বৈধ ভোটারের নাম বাদ গেল কেন, জবাব চাই জবাব দাও'। এই বিষয়টি নিয়েই জানতে চাওয়া হয়েছিল সিইও মনোজ আগরওয়ালের (Manoj Agarwal) কাছ থেকে। দ্য ওয়ালের পক্ষ থেকে প্রশ্ন করা হয় সত্যিই কি বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে? জবাবে সিইও মনোজ কুমার আগরওয়াল পরিষ্কার জানান, 'যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।'