প্রতীতি ঘোষ,গাইঘাটা
পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার আগেই গাইঘাটা ব্লকের সুটিয়া-তেঘরিয়ায় সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক ব্যক্তির ভোটার কার্ড নম্বর ও ঠিকানা বদলে নিজের ছবি বসিয়ে অন্য একজন ভোটার তালিকায় নাম তুলেছেন। ফলে প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
ভুক্তভোগী পরিমল বিশ্বাসের দাবি, দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে ভোট দিতে গিয়েও ফিরে আসতে হয়েছে তাঁকে। বাড়ির অন্যান্য সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও তাঁর নাম বারবার বাদ গিয়েছে। কারণ বুঝতে দিনের পর দিন কেটে গিয়েছে দিনমজুর মানুষটির।
#REL