দ্য ওয়াল ব্যুরো: লা লিগা মানেই ত্রিমুখী শক্তির অধিকার দখলের লড়াই। একদিকে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। অন্যদিকে দুই মহাশক্তিধর টিমকে চ্যালেঞ্জ জানাতে রোঁয়া ফুলিয়ে ময়দানে নামে আতলেতিকো মাদ্রিদ। প্রায় প্রতি সিজনে খেতাব নিজেদের দখলে রাখে বার্সা, রিয়াল। তবু এবারের মরশুম যেন দাবার ছকে সাজানো এক অনিশ্চিত লড়াই। একটা ভুল চাল, কয়েক ম্যাচের অফ ফর্ম প্রচুর খরচে বানানো ক্লাবকেও টাইটেলের রেস থেকে ছিটকে দিতে পারে। কাগজে-কলমে স্পেনের ঘরোয়া লিগে প্রতিবার তিনটি নাম আলোচনায় থাকে। কিন্তু আসন্ন সিজনের আগেই দেখা যাচ্ছে, চতুর্থ শক্তির উত্থান হলে তাকে ‘অপ্রত্যাশিত’ বা ‘বিস্ময়কর’ বলে দেগে দেওয়া যাবে ন