দ্য ওয়াল ব্যুরো: আজ (ভারতীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে) সান্তিয়াগো বের্নাবেউ (Santiago Bernabéu) স্টেডিয়ামে মুখোমুখি রিয়াল মাদ্রিদ (Real Madrid)-বার্সেলোনা (Barcelona)। দু’দলের মধ্যে মাত্র দুই পয়েন্টের ফারাক। মরশুম সবে শুরু। তবু হরেদরে দ্বিমুখী লিগের রাশ নিজেদের হাতে রাখতে চাইলে এই ম্যাচ জিততেই হবে। যে কারণে বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছেন, সিজনের পয়লা এল ক্লাসিকো লা লিগার (La Liga) ভাগ্য অনেকখানি নির্ধারণ করে দিতে পারে।