দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বর মাস জ্যোতিষশাস্ত্রে (September Horoscope) এক বিশেষ তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। এই মাসে গ্রহদের অবস্থানে বড়সড় পরিবর্তন ঘটছে, যা প্রতিটি রাশির মানুষের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। সূর্য, মঙ্গল, শুক্র-সহ একাধিক গ্রহের রাশি পরিবর্তনের ফলে কর্মজীবন, ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য—সব ক্ষেত্রেই নতুন সুযোগ কিংবা চ্যালেঞ্জ আসতে পারে। জ্যোতিষীরা মনে করছেন, সেপ্টেম্বর মাসে গ্রহশক্তি বিশেষভাবে সক্রিয় থাকবে। তাই কোন রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে তা জানা এই সময়ে ভীষণ জরুরি।