দ্য ওয়াল ব্যুরো: নতুন দিন মানেই নতুন সম্ভাবনা, আবার কোথাও লুকিয়ে থাকতে পারে অপ্রত্যাশিত চ্যালেঞ্জও। সংখ্যাতত্ত্ববিদদের (Numerologists) মতে, প্রতিটি জন্মসংখ্যা (১ থেকে ৯) আলাদা কম্পন ও শক্তির প্রতীক, যা দিনের ঘটনাপ্রবাহে প্রভাব ফেলে। আজকের সংখ্যাতত্ত্ব পূর্বাভাসে থাকছে আপনার প্রেম, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত বার্তা।
জন্মসংখ্যা নির্ণয়
জন্মতারিখের (Birth Date) প্রতিটি অঙ্ক যোগ করে এক অঙ্কে আনা হয় জন্মসংখ্যা। যেমন, যদি জন্মতারিখ হয় ১৫ মার্চ ১৯৯০ → (১+৫+৩+১+৯+৯+০) = ২৮ → (২+৮) = ১০ → (১+০) = ১। এ ক্ষেত্রে জন্মসংখ্যা হবে ১।