দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের সূচনা মানেই একরাশ সম্ভাবনার হাতছানি। কিন্তু কর্মক্ষেত্রে সেই সম্ভাবনাগুলি কীভাবে ধরা দেবে? আপনার পদোন্নতি হবে, নাকি নতুন কোনও চাকরির অফার আসবে- এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেক পেশাজীবীর মনে। এমন অনিশ্চয়তার সময়ে সংখ্যাচক্র বা (Numerology) দিতে পারে ভবিষ্যতের কিছু দিশা। জন্মতারিখ বা নামের অক্ষরের ভিত্তিতে সংখ্যা বিশ্লেষণ করে এটি যে কর্মজীবনের গতিপথ সম্পর্কে আগাম ইঙ্গিত দিতে পারে, সে কথা বহুদিন ধরেই বলা হচ্ছে।