দ্য ওয়াল ব্যুরো: রুপোলি পর্দায় তিনি যতই কঠোর, নিষ্ঠুর বা ভয়ংকর খলনায়ক হন না কেন, বাস্তব জীবনে সোনু সুদ একদম উল্টো মেরুর মানুষ। বিনা বিজ্ঞাপনে, বিনা প্রচারে মানুষের পাশে থাকা—সেটাই যেন তাঁর আসল পরিচয়। বুধবার, ৩০ জুলাই ৫২ বছরে পা দিলেন এই অভিনেতা। আর জন্মদিনে বাকিদের উপহার পাওয়ার বদলে নিজেই উপহার দিলেন গোটা সমাজকে—একটি নতুন বৃদ্ধাশ্রম।
অভিনয়জীবনের পাশাপাশি মানবিক উদ্যোগে আগেই নজর কেড়েছিলেন তিনি। কোভিড মহামারীর সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব একা হাতে কাঁধে তুলে নিয়েছিলেন। সেই সময় থেকেই ‘ভিলেন নয়, রিয়েল লাইফ হিরো’ তকমা পেয়েছিলেন সোনু।
#REL