দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ন’বছরের প্রতীক্ষা শেষ। এক পুরনো অথচ দগদগে প্রেমের গল্প নিয়ে ফিরে এলেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়! কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’-র প্রথম ঝলকেই ধরা দিয়েছে পাহাড়ের কোলে প্রেমের স্নিগ্ধ দৃশ্য আর নায়ক-নায়িকার তীব্র কেমিস্ট্রি — যেখানে দু’জনের ঠোঁট ছোঁয়ার আগমুহূর্তের শিহরণ কাঁপিয়েছে দর্শকদের। ১৫ বছর পর পর্দায় কাছে এলেন দেব শুভশ্রী। শুধু কাছাকাছিই নয়, প্রেম এবং বিয়েও করলেন!