দ্য ওয়াল ব্যুরো: প্রখ্যাত গায়ক মুকেশের জীবন উঠে আসছে বড় পর্দায়। অভিনেতা নীল নীতিন মুকেশ নিশ্চিত করেছেন, খুব শিগগির শুরু হচ্ছে কিংবদন্তি শিল্পীর বায়পিকের কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীল জানান, ঠাকুরদার অনুপ্রেরণামূলক যাত্রা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তিনি আর দেরি করতে চাইছেন না।