দ্য ওয়াল ব্যুরো: দিল্লির কুতুব রোডে এক গর্ভবতী মহিলাকে এলোপাথাড়ি ছুরি মেরে খুন করল তার প্রাক্তন লিভ-ইন পার্টনার। মৃতার নাম শালিনী (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শালিনী তাঁর স্বামী আকাশের সঙ্গে ই-রিকশায় করে মায়ের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎই তাদের পথ আটকে দাঁড়ায় শালিনীর প্রাক্তন সঙ্গী, আশু।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, প্রথমে আশু ছুরি হাতে আকাশের দিকে ঝাঁপিয়ে পড়ে। আকাশ কোনও রকমে সেই আক্রমণ এড়িয়ে যান। কিন্তু মুহূর্তের মধ্যেই সে ছুটে যায় শালিনীর দিকে, তখন ই-রিকশাতেই বসে ছিলেন। এর পরই এলোপাথাড়ি ছুরির কোপে শেষ করে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শালিনীর।