দ্য ওয়াল ব্যুরো: অক্টোবর মাস জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে ঘটতে চলেছে পাঁচ গ্রহের বিরল মহাগোচর। ২০২৫ সালের অক্টোবরে বুধ, শুক্র, সূর্য, বৃহস্পতি এবং মঙ্গল—এই পাঁচটি প্রধান গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করবে, যা বহু বছর পর ঘটছে এবং ভারতীয় জ্যোতিষচর্চায় এর বিশেষ তাৎপর্য রয়েছে। এই মহাজাগতিক ঘটনা বহু মানুষের কর্মজীবনে বড় ধরনের মোড় ঘুরাতে পারে, যা নতুন সুযোগ ও চ্যালেঞ্জ উভয়ই নিয়ে আসবে।