দ্য ওয়াল ব্যুরো: দৌড়ে এগিয়েছিলেন অর্শদীপ সিং। কিন্তু শেষ মুহূর্তে তাঁকে টপকে এগিয়ে এলেন আকাশ দীপ। মনে করা হচ্ছে, এজবাস্টনে আগামীকাল মাঠে নামতে দেখা যাবে বিহারের ডানহাতি পেসারকে।
দ্য ওয়াল ব্যুরো: জিততে গেলে দরকার মাত্র ২২ রান। তখনও ৫ উইকেট রয়েছে। তবু রয়েসয়ে খেলার ‘ঝুঁকি’ নেয়নি ইংল্যান্ড। ক্রিজে জেমি স্মিথ। জমে গিয়েছেন। নতুন বল হাতে রবীন্দ্র জাদেজা। ওই ওভারে চালিয়ে খেলে রান তুলে জয়ের কাছাকাছি পৌঁছে যায় টিম ইংল্যান্ড। পরের ওভারে গেম সেট! ৫ উইকেটে সিরিজের প্রথম টেস্ট পকেটে পুরে ফেলেন বেন স্টোকসরা।
দ্য ওয়াল ব্যুরো: জসপ্রীত বুমরাহ কি নামবেন এজবাস্টনে? খেলবেন দ্বিতীয় টেস্ট? প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ধরাশায়ী হওয়ার পর এই নিয়ে সংশয় আর জল্পনা দানা বেঁধেছিল সমর্থকদের মনে।
দ্য ওয়াল ব্যুরো:ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্ট হেরে গিয়েছে ভারত। ২ জুলাই থেকে এজবাস্টনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তবে সেই টেস্টে দলের প্রধান বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন না জসপ্রীত বুমরাহ। আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও, সূত্রের খবর, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন টিম ইন্ডিয়ার পেসার। ফলে হেডিংলেতে পরাজয়ের পর এজবাস্টনে দলের এক নম্বর বোলারকে ছাড়াই শুভমানদের মাঠে নামতে হবে।
দ্য ওয়াল ব্যুরো:হেডিংলি টেস্টে হেরে গিয়েছে ভারত। কিন্তু এই ম্যাচে ভারতের চারজন ব্যাটার মিলে পাঁচটি সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই প্রথম কোনও ঘটনা, যেখানে একটি দল হেরে গেল পাঁচটি সেঞ্চুরি হওয়ার পরও।
দ্য ওয়াল ব্যুরো: হেডিংলিতে প্রথম টেস্টে হেরে ইংল্যান্ড সফর শুরু করেছে ভারত। এই টেস্টে ভারতীয় বোলিং ব্রিগেডকে একেবারে নির্বিষ দেখিয়েছে। একদিনের ক্রিকেটের মেজাজে তাঁদের বিরুদ্ধে রান তুলেছেন ইংরেজ ব্যাটাররা। ম্যাচের শেষ দিনে ৩৫০ রান তুলে পাঁচ উইকেটে টেস্ট জিতেছে ইংল্যান্ড।