দ্য ওয়াল ব্যুরো: দিল্লি থেকে আটক করা বাংলার ছয় পরিযায়ী শ্রমিককে (Migrant Worker) বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বৃহস্পতিবার এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিশদ রিপোর্ট চাইল আদালত। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Pant) দিল্লির মুখ্যসচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে গোটা ঘটনার হালহকিকত জানতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানির দিন।