দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ঘটনায় দায়ের হওয়া মামলায় বিজেপি (BJP) বিধায়ক অশোক দিন্দাকে (Ashoke Dinda) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে জানাল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে অভিযুক্ত অশোক দিন্দার আগাম জামিনের আর্জি মঞ্জুর করেছেন বিচারপতি। নির্দেশ, নোটিসের প্রেক্ষিতে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে।