দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবার আইনি পথে হাঁটলেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে তিনি দায়ের করেছেন ১০০ কোটি টাকার মানহানির মামলা। অভিযোগ, রাজনৈতিক বিদ্বেষ থেকেই কুণাল তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক অসত্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
এর আগে কুণাল ঘোষকে আইনি নোটিস পাঠিয়েছিলেন মিঠুন। কিন্তু তার জবাবে সন্তুষ্ট না-হয়ে এ বার কলকাতা হাইকোর্টে মামলা করলেন তিনি। আদালতে মিঠুনের দাবি, কুণালের মন্তব্যে তাঁর সামাজিক মর্যাদা, সম্মান এবং পেশাগত ক্ষতি হয়েছে। নতুন ছবি ও বিজ্ঞাপনের কাজ ব্যাহত হয়েছে বলেও অভিযোগ তাঁর।
#REL