দ্য ওয়াল ব্যুরো: নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষ হতেই ২০২৬ বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রায় পুরো ছবিটা পরিষ্কার। ৪৮ দলের টুর্নামেন্টে জায়গা নিশ্চিত ৪২ দেশের। বাকি ছ’টি স্লট চূড়ান্ত হবে আগামী মার্চে—ইন্টারকনটিনেন্টাল প্লে–অফ ও উয়েফার ১৬ দলের প্লে–অফের মাধ্যমে। ড্র ৫ ডিসেম্বর।
এশিয়া: ৮টি সিট ভর্তি, বাকি ইরাক প্লে–অফে
সরাসরি যোগ্যতা অর্জন: ৮/৮
যোগ্যতা পেয়েছে: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডন, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান
প্লে–অফে: ইরাক