দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় আসর—প্রথমবার খেলতে নামবে ৪৮টি দল। আয়োজক তিন দেশ—আমেরিকা (USA), মেক্সিকো (Mexico) এবং কানাডা (Canada)—আগেই জায়গা পাকা করেছে। পাশাপাশি শেষ কয়েক মাসে বিভিন্ন মহাদেশ থেকে আরও ২৭টি টিম কেটে ফেলেছে বিশ্বকাপের টিকিট। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি দেশের নাম নিশ্চিত। বাকি ১৮টি সিটের লড়াই চলবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত।
কারা উঠেছে বিশ্বকাপে?