দ্য ওয়াল ব্যুরো: গাড়ির চালকদের উপর জোর করে জরিমানা আদায় নয়। কোনও লিখিত নথি ছাড়া ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্তও করা যাবে না। ঘটনাস্থলে চালকের কাছ থেকে লাইসেন্স নেওয়া হলে অবশ্যই দিতে হবে অস্থায়ী স্লিপ। এক পুলিশ কর্মীর বিরুদ্ধে বেআইনি ভাবে টাকা তোলার অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাফিক পুলিশকে (Traffic Police) এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।