দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর (Kali Puja) আগেই আতসবাজি নিয়ে রাজ্য সরকারের ‘তদারকি’ দেখে খুশি নয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার শব্দবাজি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে হাজির হয়ে তীব্র প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের গভর্মেন্ট প্লিডার।
ডিভিশন বেঞ্চের সোজাসাপটা প্রশ্ন: “বাজি বাজার তো খুলে গিয়েছে। কী গাইডলাইন দিয়েছেন ওদের জন্য? কী ব্যবস্থা নেওয়া হয়েছে?”