দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মেডিক্যাল পরিষেবায় পোস্টিং সংক্রান্ত (Regarding posting in the state medical services) বিতর্কের অবসান হতে চলেছে শীঘ্রই। জুনিয়র চিকিৎসক ও আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়ার দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court)। সোমবার রাজ্যের পক্ষ থেকে তোলা আপত্তির শুনানির পর রায়দান আপাতত স্থগিত রাখলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।