দ্য ওয়াল ব্যুরো: সোনারপুরে কাস্টমস আধিকারিককে (Sonarpur customs officer) মারধর কাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়েরের আবেদন করেছিলেন আক্রান্ত আধিকারিক। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষ সেই মামলার অনুমতি দেন। একই সঙ্গে আদালতের নজরদারিতে সিট তদন্তেরও (SIT) আবেদন করা হয়েছে।