দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। হরিনগরে শনিবার সকালে একটি দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হল আট জনের। নিহতদের মধ্যে রয়েছেন তিন জন যুবক, দুই তরুণী ও দুই নাবালিকা। উদ্ধারকাজ চলছে।
মৃতদের নাম শবিবুল (৩০), রবিবুল (৩০), মুট্টু আলি (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুকসানা (৬) এবং হাসিনা (৭)। এখনও সকলের পরিচয় পাওয়া যায়নি। সকলের দেহ উদ্ধার করেছে পুলিশ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আরও কেউ ধ্বংসস্তূপে আটকে রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।
#REL