দ্য ওয়াল ব্যুরো: প্রথমে মনে করা হয়েছিল, এটি দুর্ঘটনা (Accident)। কিন্তু তিন সপ্তাহের তদন্তে উঠে এসেছে এটি দুর্ঘটনা নয়, বরং ঠান্ডা মাথায় খুন (Murder)। আরও চাঞ্চল্যকর বিষয়, ফরেন্সিকের (Forensic) জ্ঞান থাকা সত্ত্বেও তা গবেষণার কাজে নয়, নিজের লিভ-ইন পার্টনারকে (Live-in Partner) হত্যা করার ছক কষতে ব্যবহার করেছে তরুণী। দিল্লির (Delhi) তিমারপুরের এই ভয়াবহ ঘটনা চমকে দিয়েছে সকলকে।