দ্য ওয়াল ব্যুরো: ধসে-দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ (North Bengal)। তারই মধ্যে নাগরাকাটার (Nagrakata) খয়েরবাড়িতে ফের বুনো হাতির তাণ্ডব (Elephant Attack)। ধানখেত পাহারা দিতে গিয়ে মৃত্যু হল এক গ্রামবাসীর। পুলিশ ও বনদফতর সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ ওরাওঁ (৫০)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুলকাপাড়া পঞ্চায়েতের নিউমার্কেট এলাকার বাসিন্দা বিশ্বনাথবাবু বুধবার সন্ধ্যেয় গরু বেঁধে রেখে কাছের ধানের জমিতে যান পাহারা দিতে। রাতে আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে খেতের পাশে তাঁর নিথর দেহ দেখতে পান গ্রামবাসীরা।
#REL