দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধ্যা, ব্যস্ত অফিস ফেরত সময়। দিল্লির লালকেল্লা (Delhi Red Fort) মেট্রো স্টেশনের সামনে ধীর গতিতে চলছিল যানবাহন। সময় তখন সন্ধ্যা ৬টা ৫২ মিনিট। সিগন্যাল লাল (Red Signal) হয়ে সব গাড়ি থামে। ঠিক সেই মুহূর্তেই একটি হুন্ডাই i20 গাড়ি হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে কেঁপে ওঠে চারপাশ।
মুহূর্তের মধ্যে মৃত্যু, আগুনে ঝলসে যায় দেহ