দ্য ওয়াল ব্যুরো: ফ্যাটি লিভার আর গ্যাসের ব্যথা, দু'টোই পেটের ডান দিকে বা মাঝ বরাবর হতে পারে। অনেক সময় গ্যাস ভেবে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এই দুই ধরনের ব্যথার প্রকৃতি, সময় এবং উপসর্গের ধরন আলাদা। ঠিক সময়ে পার্থক্য না বুঝলে বড় বিপদ হতে পারে।
দু’ধরনের ব্যথার ফারাক কী?