দ্য ওয়াল ব্যুরো: কার্ডিয়্যাক অ্যারেস্টের আজকাল কোনও বয়স নেই। ৮ থেকে ৮০ যে কারও হতে পারে। সেনিয়ে সচেতনতার শেষ নেই বিভিন্ন শ্রেণির মধ্যে। খাওয়া দাওয়া থেকে শুরু করে লাইফস্টাইল নিয়ে কথা কম-বেশি সকলেই বলে থাকেন।
কার্ডিয়্যাক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক আটকাতে বা হলে কী কী করতে হবে সেনিয়েও বিভিন্ন ভিডিও-রিল পাওয়া যায় আজকাল। কিন্তু উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে কী করতে হবে, তা এতকিছুর পরও অনেকের অজানা।
#REL