দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নওদা থানার দুধসর এলাকায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। সর্বঙ্গপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিকুল মালিথ্যার বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রেখে গেল হুমকি চিঠি। পাশে কালো পলিথিনের ভিতরে রাখা কিছু দড়ি। ওই চিঠিতে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এই ঘটনা জানাজানি হতেই গ্রামে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। বাড়ির সামনে থেকে হুমকি চিঠি ও দড়ি উদ্ধার করে নিয়ে আসে। কারা কী কারণে এই হুমকি চিঠি রেখে গেল তা বুঝতে পারছেন না গ্রাম পঞ্চায়েত প্রধান।
#REL