দ্য ওয়াল ব্যুরো: হইহই করে আমেরিকায় ছুটি (America Tour) কাটাতে গিয়েছিলেন। ঘোরাঘুরির আনন্দের মাঝে যে এত বড় দুঃস্বপ্ন অপেক্ষা করছিল, তা কেউ কল্পনাও করেননি। সোমবার, আমেরিকার ডালাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় (Car Accident) পুড়ে ছাই হয়ে গেল গোটা পরিবার। এক সঙ্গে প্রাণ হারালেন দম্পতি ও তাঁদের দুই সন্তান।