দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নিজের বাড়ি বসবাসের অযোগ্য। তাই অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই রাতের অন্ধকারে বিষধর সাপের ছোবলে প্রাণ গেল জয়পুরের জুজুর গ্রামের বাসিন্দা এক তরুণীর। সাপের ছোবলে অসুস্থ এক বৃদ্ধার অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বাড়ি বসবাসের অযোগ্য তাই বাধ্য হয়েই অন্যের বাড়িতে রাত কাটাচ্ছিলেন ২৫ বছরের কদম বাউরি। চার বছরের একটি পুত্র সন্তান আছে তাঁর। বাড়ি ভেঙে যাওয়ায় কদমের সঙ্গেই সেই বাড়িতে রাতে আশ্রয় নিয়েছিলেন ৫৫ বছরের চিন্তা বাউরি। আর সেই বাড়িতেই ঘটল মর্মান্তিক ঘটনা। গভীর রাতে একটি বিষধর সাপ ছোবল মারে তাঁদের।