দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরের রাজা রঘুবংশী খুনে পুলিশের হেফাজতে তাঁর স্ত্রী, স্ত্রীর প্রাক্তন প্রেমিক ও তিন ভাড়াটে খুনি। সোমবার সকলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির ২৪ ঘণ্টায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তার মধ্যে সোনমের প্রেমিক রাজ কুশওয়ার (
দ্য ওয়াল ব্যুরো: মেঘালয় পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে তাঁর মেয়েকে। সিবিআই তদন্তের দাবি তুললেন সোনম রঘুবংশীর বাবা দেবী সিং। ইন্দোরের রাজা রঘুবংশী খুনে পুলিশ রাজার (Raja aghuwanshi) স্ত্রী সোনম-সহ চারজনকে গ্রেফতার করেছে। সোমবার জেরার মুখে খুনের কথা স্বীকারও করে নিয়েছেন সোনম (Sonam Raghuwanshi)। প্রাক্তন প্রেমিকের সঙ্গে মিলে রাজাকে খুনের ছক কষেন তিনি।
দ্য ওয়াল ব্যুরো: নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায়, ইন্দোরের রাজা রঘুবংশী খুনের কিনারা করল পুলিশ। সোমবার সকালে জানা যায়, এই ঘটনায় জড়িত তাঁরই স্ত্রী সোনম (Sonam Raghuwanshi)। তিনি মেঘালয় থেকে নিখোঁজ হন রাজার (Raja Raghuwanshi) সঙ্গে। গ্রেফতার করা হল উত্তরপ্রদেশ থেকে। সোনম ছাড়াও এদিন আরও তিনজনকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, চাপের মুখে খুনের কথা স্বীকার করে নেন সোনম। পরে জেরা করে আরও তথ্য হাতে পায় পুলিশ।
দ্য ওয়াল ব্যুরো: মালদহে যুবককে (Malda Murder) খুনের অভিযোগে গ্রেফতার (Arrest) করা হয়েছিল তাঁর 'কাকিমা'কে। ১৫ দিন নিখোঁজ থাকার পর পাশের জেলা থেকে উদ্ধার করা হয় ওই যুবকের দেহ। এবার গ্রেফতার স্কুল শিক্ষক (School Teacher)। ঠিকাদার খুনে গ্রেফতার করা হয়েছে তাঁকেও। এর আগে বারবার তিনি দাবি করে এসেছিলেন যে তাঁর স্ত্রীই খুনী। ব্ল্যাকমেইলের কারণেই মারা হয়। তবে তদন্ত করে পুলিশ জানিয়ে দিয়েছে এই খুনে শিক্ষকও সামিল ছিলেন।
দ্য ওয়াল ব্যুরো: 'রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি,' কাঙালের ধন শুধু চুরি হল, তা নয়, যেটুকু ছিল সেই সম্বলটুকুও মিলিয়ে গেল পঞ্চভূতে। এমন নৃশংস ঘটনার নিদর্শন ইতিহাসের পাতায় থাকলেও বাস্তবে আজকাল দেখা যায় না খুব-বেশি। তাই অন্ধ্রপ্রদেশের এই ঘটনা বিরল।
দ্য ওয়াল ব্যুরো: দাদার জমিতে আম গাছ, ভাই কেন পাড়তে এসেছে, এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। সেই বিবাদ এমন পর্যায়ে পৌঁছয় যে দাদার হাতে খুনই (Murder) হয়ে গেলেন সুশান্ত। ঘটনা নিউটাউনের (New Town) আকন্দ কিশোরী এলাকার। অভিযুক্ত প্রশান্তকে আটক করেছে টেকনোসিটি থানার পুলিশ (Techno City Police)।
আকন্দ কিশোরী এলাকাতেই বাড়ি ভাই সুশান্ত রায়ের। পাশেই দাদা প্রশান্ত রায়ের জমিতে রয়েছে আম গাছ। সেখান থেকে আম পাড়া নিয়ে ঝামেলার শুরু। তারপরই দু'জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ভারী কোনও বস্তু দিয়ে ভাইয়ের মাথায় মেরে বসেন প্রশান্ত।
দ্য ওয়াল ব্যুরো: ট্যাক্সি ও ট্রাক চালকদের খুন, প্রমাণ লোপাটের চেষ্টায় আস্ত দেহ খাইয়ে দেওয়া হত কুমীরদের। ৫০-এরও বেশি খুনের সঙ্গে জড়িত ছিলেন ডাক্তারবাবু। কিন্তু প্রমাণ মেলে মাত্র ২৭টির। হ্যাঁ, ডাক্তারবাবু, পেশায় এই খুনী ছিলেন চিকিৎসক। পরে তোলাবাজির হাত ধরে খুন। একাধিকবার পরিচয় গোপন করেছেন, ফিল্মি কায়দায় লুক পাল্টেছেন এবং হারিয়ে গেছেন ভিড়ের মধ্যে। হাতের নাগালে পেয়েও বার বার দুঁদে গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছেন। চিকিৎসক থেকে কুখ্যাত সিরিয়াল কিলারের গল্প বেশ চমকপ্রদ।
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ছায়া এবার বেঙ্গালুরুতে। স্যুটকেসে মিলল মহিলার দেহ। বুধবার বেঙ্গালুরুর এক রেল সেতুর কাছে পড়ে থাকা একটি ছেঁড়া, নীল রঙের স্যুটকেস থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে খুন করে দেহটি ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পুরনো চন্দাপুরা রেলওয়ে ব্রিজের কাছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই স্যুটকেসটি দেখতে পান এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পুলিশে খবর দেন। পরে পুলিশ পৌঁছে স্যুটকেসটি খুলতেই বেরিয়ে আসে দেহ।
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ আগেই তৃতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলেন নববধূকে। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর নির্মম অত্যাচার শুরু হয়। এক সপ্তাহ পরই স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজু পালের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের বারাণসীর আমৌলি গ্রামের বাসিন্দা রাজু পাল (৪৪)। আগেও দু'বার বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু কোনও সংসারই টিকিয়ে রাখতে পারেননি। গত ৯ মে জনপুর জেলার বাসিন্দা বছর ছাব্বিশের আরতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজু। দম্পতি আমৌলি গ্রামে এসে থাকতে শুরু করেন।
দ্য ওয়াল ব্যুরো: ভাঙড়ে উদ্ধার যুবকের গলাকাটা দেহ। গলায় ও শরীরে একাধিক আঘাত মিলেছে। লেদার কমপ্লেক্স থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে তাঁর।
মৃতের নাম রাজা মণ্ডল। পুলিশের প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের জেরে এই খুন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাজা মণ্ডলের স্ত্রীর সঙ্গে এলাকারই একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। স্ত্রীর প্রেমিকের সঙ্গে রাজার পরিচয় ছিল আগে থেকে।