দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে ফাঁদ পাতলেন এক মহিলা। প্রেমের অভিনয়, ভুয়ো বিয়ের নাটক, সবই ছিল একটিমাত্র লক্ষ্যকে কেন্দ্র করে, ১৮ বিঘা জমি দখল। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিয়ে করা 'বর'-কে খুন করে দেহ ছুঁড়ে ফেলা দেন নিকটবর্তী নর্দমায়। উত্তরপ্রদেশের কুশিনগরে এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত ও দুই সহযোগী।