দ্য ওয়াল ব্যুরো: ৭২ ঘণ্টার মধ্যে একের পর এক গ্রেফতার করে ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খাঁ (Rajjak Khan) হত্যাকাণ্ডে (Murder) তদন্তে গতি আনল পুলিশ (police)। সোমবার রাতে হাসনাবাদের সদরপুর এলাকা থেকে চকমরিচার বাসিন্দা রফিকুল খানকে গ্রেফতার করা হয়। রফিকুল এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত বলে পুলিশের দাবি। তাঁর বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ রয়েছে।