দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ, সাত টেস্টে পাঁচ হার—ভারতীয় ক্রিকেটে ডামাডোল স্পষ্ট। স্বাভাবিকভাবেই আতসকাচের নীচে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পারফরম্যান্স। যদিও চলতি গরম হাওয়ায় এতটুকু বিচলিত না হয়ে ভারতীয় হেড কোচ জানিয়ে দিলেন, সরে যাওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই। যা সিদ্ধান্ত নেওয়ার নেবে বিসিসিআই (BCCI)। তিনি নিজের কাজটুকু করে যাবেন মাত্র।