দ্য ওয়াল ব্যুরো: স্বপ্নের প্রত্যাবর্তন রূপ নিল বিপর্যয়ে। যখন মনে করা হচ্ছিল, অস্ট্রেলিয়ায় এসে একদিনের সিরিজে রান তুলে সমালোচকদের মুখ বন্ধ করবেন, ঠিক তখনই অ্যান্টিক্লাইম্যাক্স! পরপর দুটো ম্যাচে শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি (Virat Kohli)। বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে–তে চার বল খেলে এলবিডব্লিউ হন জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) ইনসুইং ডেলিভারিতে। সিদ্ধান্তে সন্দেহ থাকলেও রিভিউ নেননি।