দ্য ওয়াল ব্যুরো: রোদের ঝিলিক, ক্যামেরার ফ্ল্যাশ… অ্যানফিল্ড নয়—পার্থের (Perth) অপটাস স্টেডিয়াম। সাত মাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। দর্শকের মনে ভরপুর উত্তেজনা, কিন্তু মনে প্রশ্ন একটাই—এই বিরাট কি আগের সেই চিরচেনা বিরাটই?