দ্য ওয়াল ব্যুরো: ৩৩ বছর বয়সী এক হৃদরোগ বিশেষজ্ঞের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। চেন্নাইয়ের সাভীথা মেডিকেল কলেজের কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জন ড. গ্রাডলিন রয় বুধবার হাসপাতালের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন।
হায়দরাবাদের স্নায়ু বিশেষজ্ঞ ড. সুধীর কুমার এক্স-এ (আগের টুইটার) লিখেছেন, "সহকর্মীরা তাকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেছেন। সিপিআর, জরুরি অ্যাঞ্জিওপ্লাস্টি, স্টেন্টিং, আইএবিপি এমনকি ইসিএমও ব্যবহার করেও তার জীবন বাঁচানো সম্ভব হয়নি।" ড. কুমার জানান, তার বাঁ দিকের প্রধান ধমনী ১০০ শতাংশ অবরুদ্ধ ছিল, যার ফলে এই হার্ট অ্যাটাক হয়।
#REL